করোনা লকডাউনের কারণে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
তবে প্রবাসী কর্মীদের বিষয়টি বিবেচনা করে কয়েকটি দেশে বিশেষ ফ্লাইটের অনুমতি দিয়েছে সরকার।
তবে এসব ফ্লাইটে বাংলাদেশ থেকে নির্দিষ্ট দেশে যাওয়া যায়, বাংলাদেশে প্রবেশের অনুমতি নেই।রাষ্ট্রদূত, কূটনীতিকদের চাহিদা এবং বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরার লক্ষ্যে ৬ মে থেকে আন্তর্জাতিক রুটে সিডিউল ফ্লাইট পরিচালনার বিষয়টি ভাবা হচ্ছে।
জানা গেছে, এরই মধ্যে বাংলাদেশে অবস্থানরত কয়েকটি দেশের রাষ্ট্রদূত নিজ দেশে যেতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছেন।
যেহেতু বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেখভাল করে, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেবিচকের সাথে আলাপ করছে।
আবার কয়েকটি দেশের দূতাবাসের কর্মীরা বাংলাদেশে আসার ক্ষেত্রে স্বাভাবিক ফ্লাইটের আপডেট জানতে চেয়েছেন।
সামগ্রিক বিষয় বিবেচনায় বর্ধিত লকডাউন শেষে যে কোনো একটি প্রক্রিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করা হচ্ছে।
You can follow @Mdhosan94253580.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: