অবৈধ ভাবে গৃহকর্মী ভাড়া করলে 50 হাজার দিরহাম জরিমানা https://ajkarnews24.com/?p=1705 ">https://ajkarnews24.com/...
অবৈধ গৃহকর্মী ভাড়া করলে 50 হাজার দিরহাম জরিমানা। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ চ্যানেলের সাহায্যে, গৃহকর্মীকে কাজে রাখা একটি দণ্ডনীয় অপরাধ। এটি ফেডারেল আইনের একটি উচ্চতম লঙ্ঘন বলে ধরা হয়। এবং নিয়োগকারী ব্যক্তি এজন্য বড় ধরনের আইনি জটিলতায় ফেঁসে যাবেন।
সম্প্রতি দুবাই পুলিশের হাতে অবৈধভাবে কাজ করা 17 জন গৃহকর্মী আটক হওয়ার পর, বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৈধ ও অনুমোদিত উপায় বাদ দিয়ে, সহজ বা শর্টকাট উপায়ে যদি কোন নিয়োগকর্তা তার পরিবারের জন্য গৃহকর্মী নিয়োগ করেন। তাহলে সেটি আইন বিরোধী বলে গণ্য হবে।
এবং এজন্য তাঁকে বড় ধরনের আইনি জটিলতার মুখোমুখি হতে হবে। আরব আমিরাত ভিতিক আইনি পরামর্শ দাতা, করিম তালেম অবৈধভাবে গৃহকর্মী নিয়োগ দিলে, নিয়োগদা যেসব সমস্যায় পড়তে পারেন, এমন তিনটি প্রাথমিক সমস্যার কথা উল্লেখ করেছেন ঃ প্রথমত অবৈধ নিয়োগ হওয়ায় এসব গৃহকর্মী তাদের জন্য…
…বাধ্যতামূলক মেডিকেল টেস্ট গুলো করায় না।
পরে হয়তো দেখা গেল যে, সে গৃহকর্মীর এমন কোনো সংক্রামক ব্যাধি আছে। যার দ্বারা শিশুসহ পুরো পরিবারের সবাই আক্রান্ত হয়ে পরলো। দ্বিতীয়তঃ যেহেতু এ ধরনের গৃহকর্মীর অবৈধ ওয়ার্ক পারমিট থাকেনা, তাই আমিরাতে তার অবস্থান অনেকটা পলাতক আসামির মতো।
পরে হয়তো দেখা গেল যে, সে গৃহকর্মীর এমন কোনো সংক্রামক ব্যাধি আছে। যার দ্বারা শিশুসহ পুরো পরিবারের সবাই আক্রান্ত হয়ে পরলো। দ্বিতীয়তঃ যেহেতু এ ধরনের গৃহকর্মীর অবৈধ ওয়ার্ক পারমিট থাকেনা, তাই আমিরাতে তার অবস্থান অনেকটা পলাতক আসামির মতো।
সে ক্ষেত্রে একজন পলাতক আসামী কে আশ্রয় দেয়ার অপরাধে, নিয়োগদাতা সমানভাবে আইনের চোখে দোষী হবেন। ফেডারেল শ্রমিক আইন মোতাবেক, অবৈধভাবে গৃহকর্মী নিয়োগের জন্য। নিয়োগদাতার 50 হাজার দিরহাম থেকে পাঁচ মিলিয়ন পর্যন্ত জরিমানা ও জেল-দন্ডের শাস্তি হতে পারে। তার দ্বারা কতজন গৃহকর্মী…
…অবৈধভাবে নিয়োগ পেয়েছে, এর উপর ভিত্তি করে শাস্তির পরিমাণ কমবেশি হতে পারে।
This thread can be read here: https://ajkarnews24.com/?p=1705 ">https://ajkarnews24.com/...