দুবাইয়ের ১৭ জন পলাতক গৃহকর্মীদের গ্রপতার, দুবাই পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল জানিয়েছেন যে, রমজানের প্রথম সপ্তাহে এ পর্যন্ত তারা মোট 17 জন পলাতক গৃহকর্মীকে আটক করেছেন। দুবাই পুলিশের অপুনঃপ্রবেশ নিয়ন্ত্রণ বিভাগের, ডিরেক্টর কর্নেল আলী সালেম,
দুবাইয়ের রেসিডেন্টদের সতর্ক করে বলেছেন যে, তারা যেন কোনভাবেই এসব পলাতক গৃহকর্মীদের কাজ না দেয়। দুবাই পুলিশের চলমান এক অভিযানে রমজানের প্রথম সপ্তাহে বিভিন্ন দেশের ১৭ জন পলাতক গৃহকর্মীকে আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ঘরের কাজে সাহায্যকারী ,
এসব গৃহকর্মীদের মধ্যে আইন ভঙ্গের ঘটনা বেড়েই চলেছে। তিনি আরো বলেন, যেহেতু পরিবারগুলো এদেরকে ঘন্টার ভিত্তিতে ভাড়া করে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এরা নিজেদের ভুয়া নাম ব্যবহার করে। ফলে সামাজিক শৃঙ্খলা জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়। এ ধরনের পলাতক কর্মীদের কাজের জন্য ভাড়া…
…করা থেকে,

পরিবারগুলোকে বিরত থাকতে হবে। কারণ তারা কোন অপরাধ করার পর, তাদেরকে গ্রেফতার করা কঠিন হয়ে যায়। তিনি বলেন সবার উচিত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যথাযথ ভাবে অবহিত করা।
You can follow @Mdhosan94253580.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: