বিএমইটি স্মার্ট কার্ড কীভাবে পাবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় স্থাপন করা হবে। একই সঙ্গে কাজের উদ্দেশ্যে বিদেশগামী ব্যক্তিরা যাতে নিজ জেলা থেকে সরাসরি বহির্গমন ছাড়পত্র ও…
…স্মার্ট কার্ড পেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে
কী সেবা কীভাবে পাবেন

১.            নাম নিবন্ধন কার্যক্রম

ক.          ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র

খ.           পাসপোর্ট/ভোটার আইডি কার্ড /জন্ম নিবন্ধন এর ফটোকপি

গ.           শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি (যদি থাকে)
২.           কর্ম নিয়ে বিদেশগামী কর্মীদের বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) ইমপ্রেশান গ্রহণ

                রেজিঃ আইডি, পাসপোর্ট  ও ভিসার ফটোকপি

৩            বিএমইটি বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড প্রদান

ক.          পাসপোর্ট

খ.           ভিসার মূলকপি
গ.           নাম নিবন্ধন আইডি

ঘ.           ননজুডিশিয়াল ষ্ট্র্যামে রিক্রুটিং এজেন্সীর অঙ্গীকার নামা

৪.           অনাপত্তি  সনদ (ঘঙঈ)

ক.          নির্ধারিত ফরমে আবেদন

খ.           আবেদনকারীর পাসপোর্র্র্ট ও ভিসার ফটোকপি

গ.           আবেদনকারীর স্ত্রীর ক্ষেত্রে নিকাহনামা
ঘ.           সন্তানদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ

ঙ.           ভিসা প্রদানকারীর আকমা ও পাসপোর্ট এর ফটোকপি

 চ.          আবেদনকারীকে  স্ব-শরীরে উপস্থিত থাকতে  হবে

৫.           এ্যাম্বুলেন্স সেবা

ক.          পাসপোর্ট  এর ফটোকপি
খ.           সংশ্লিষ্ট দূতাবাস কর্তৃক প্রদত্ত মৃত্যুসনদ পত্র

৬.           অভিবাসীর তথ্য সংগ্রহ ও সরবরাহ

ক.          এমআরপি পাসপোর্ট  এর ফটোকপি

খ.           ইকামা /কাজ করার প্রমাণপত্র

গ.           বিদেশে কাজ করার অভিজ্ঞতা (যদি থাকে)
৭.           অভিবাসন সংক্রান্ত তথ্য সেবা প্রদান

ক.          বুকলেট, ব্রশিয়ার, হ্যান্ড বিল। ডিইএমও হতে সংগ্রহ করা যাবে

৮.           অভিবাসন সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত ও নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ  আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র
৯.           মৃত প্রবাসী কর্মীর পরিবার এর অভিপ্রায় অনুসারে মৃতদেহ দেশে ফেরত আনা বা সংশ্লিষ্ট দেশে

               দাফন সংক্রান্ত কাজ

              আবেদন পত্র ও  পরিবার সনদপত্র

১০.        অসুস্থ প্রবাসী কর্মীকে দেশে ফেরত আনাসহ চিকিৎসার্থে সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা গ্রহণ
দূতাবাস/মন্ত্রণালয়/বিএমইটি/ওআকবো পত্র মোতাবেক

১১.         মৃত প্রবাসী কর্মীর মৃতদেহ বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক এর মাধ্যমে গ্রহণ, পরিবহন ও

              দাফন সংক্রান্ত আর্থিক সাহায্য প্রদান

ক.          পরিবার সনদপত্র (নির্ধারিত ফরমেটে)
খ.           ক্ষমতা অর্পন সনদ ( ক্ষেত্র বিশেষে)

গ.           চেক গ্রহিতার  ছবি

ঘ.           ১০ টাকা মূল্যমানের রেভিনিউ  স্টাম্প  ১টি

ঙ.           লাশের সাথে আগত প্রয়োজনীয় কাগজপত্র

১২.        মৃত প্রবাসী কর্মীর আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ ও প্রাপ্ত চেক বিতরণ
১.            পরিবার সনদ পত্র

২.           ব্যাংক হিসাব নম্বরের প্রত্যয়ন পত্র

৩.           দায়মুক্তি  সনদ. ক্ষমতা অর্র্পন ও অংগীকার নামা

৪.           প্রত্যেক ওয়ারিশের ৩ কপি ছবি

১৩.        বিদেশে মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রাপ্তিতে পাওয়ার অব এটর্ণী  গ্রহণ ও প্রেরণ
ক.          পাওয়ার অব এটর্ণী

খ.           লিগ্যাল হেযারশীপ

গ.           গাড়িয়ানশীপ সার্টিফিকেট

ঘ.           স্থানীয চেয়ারম্যান প্রদত্ত ইংরেজী ওয়ারিশ সনদপত্র

ঙ.           নোটারী পাবলিক

চ.            আরবী অনুবাদ
ছ.           আইন, পররাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্তৃক সত্যায়ন

১৪.        মৃত প্রবাসীর মৃত্যুজনিত  ক্ষতিপূরণ প্রাপ্তিতে সার্বিক সহায়তা ও প্রাপ্ত চেক বিতরণ

ক.          পরিবার সনদ পত্র

খ.           ব্যাংক হিসাব নম্বরের প্রত্যয়ন পত্র
গ.           দায়মুক্তি  সনদ. ক্ষমতা অর্র্পন ও অংগীকার নামা

ঘ.           প্রত্যেক ওয়ারিশের ৩ কপি ছবি

১৫.        সরকার টু সরকার (জি টু জি) পদ্ধতিতে বিদেশে কর্মী প্রেরণ সংক্রান্ত কাজ

ক.          বিএমইটি’র  ডাটাবেজে নাম নিবন্ধন

খ.           এমআরপি পাসপোর্ট
গ.           স্বাস্থ পরীক্ষা

ঘ.           প্রশিক্ষণ গ্রহণ

ঙ.           অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

১৬.        দেশে ও বিদেশে কর্মসংস্থানের বিজ্ঞপ্তি সংগ্রহ ও প্রচার বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি,

              বিএমইটি’র ওয়েব পোর্টাল ও ডিইএমও’র নোটিশ বোর্ড
১৭.        বিদেশে গমনেচ্ছু মহিলা কর্মীদের অভিবাসন সংক্রান্ত তথ্য সেবা ও প্রশিক্ষণ গ্রহণে সার্বিক সহায়তা

ক.          আবেদন পত্র

 খ.          বিএমইটি’র ডাটাবেজে নাম নিবন্ধন

১৮.        বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে অভিবাসী কর্মীদেরকে উৎসাহিত ও ব্যাপক প্রচার সরকার অনুমোদিত
তফসিলি ব্যাংক, ফরেন একচেঞ্জ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান

১৯.        সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সী সমূহের নাম ও ঠিকানা সংরক্ষণ এবং অভিবাসীদের সরবরাহ

              চাহিবা মাত্র তালিকা সরবরাহ করা
২০.        নিরাপদ অভিবাসনে জেলার সকল সরকারি দপ্তর সহ এনজিও সংস্থাকে সম্পৃক্ত পূর্বক ব্যাপক

              প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি

              অভিবাসন সংক্রান্ত তথ্য ডিইএমও হতে সংগ্রহ করা যাবে
২১.        অভিবাসনে প্রতারিত অভিবাসী কর্মীকে আইনগত সহায়তা প্রদান, প্রসিকিউশন অফিসার এর

             দায়িত্ব পালন এবং অভিযোগের

             ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা গ্রহণ অভিযোগ ও অভিযোগের প্রমাণপত্র
২২.        বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ অনুসারে প্রবাসী কর্মীর অধিকার সংরক্ষণ ও কল্যাণে ব্যবস্থা গ্রহণ

             অভিবাসী আইন-২০১৩  গেজেট, নোটিশ ও ভ্রাম্যমাণ আদালত এর তফসিল

২৩.        প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান

ক.          নির্ধারত ফরমে আবেদন
খ.           ৪ কপি ছবি

গ.           প্রমান পত্র হিসেবে পিতার ভিসা/ছাড়পত্র

               সহ পাসপোর্টের ফটোকপি

ঘ.           সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট এর ফটোকপি

ঙ.           সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নের প্রর্তয়ন পত্র
২৪.        প্রতি বছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন র‌্যালি,

              আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,

             অভিবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, রেমিটেন্স আহরণকারীদের সম্মান প্রদর্শন
২৫.        বিএমইটি কর্তৃক সময় সময় জারীকৃত অন্যান্য আদেশ নির্দেশ আদেশ ও নির্র্শেনা  অনুসারে

২৬.        বিদেশ থেকে  প্রত্যাগত কর্মীদের দেশে কর্মসংস্থান/¯^কর্মসংস্থান/বিনিয়োগ ব্যবসা

              বার্ণিজ্যেও ক্ষেত্রে সহায়তা প্রদান প্রত্যাগতদের  আবেদন/চাহিদা অনুয়াযী
You can follow @Mdhosan94253580.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: