1. #WestBengal& #39;র মাটিতে পোঁতা আছে অগুনতি মানুষের কঙ্কাল। বহু জায়গায় মাটি আঁশটে গন্ধের রক্তে স্যাঁতসেঁতে। পশ্চিমবঙ্গের বাড়িতে বাড়িতে স্ত্রী& #39;দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সাদা থান। মা& #39;কে গিলতে হয়েছে ছেলের রক্তমাখা ভাত। সুন্দরবনের বাঘকে জোগানো হয়েছে মরিচঝাঁপির মনুষ্য মাংস।
2. বিজন সেতুর শহুরে হাওয়ায় ভেসে বেড়িয়েছে মানুষের মাংস-পোড়া গন্ধ ঠিক যেমনটি পাওয়া যায় কেওড়াতলা বা নিমতলা ঘাটের আশপাশে। পশ্চিমবঙ্গের নারীর যোনিপথে পাওয়া গিয়েছে ধাতব টর্চ। কামদুনির মেয়ের দু& #39;পা চিরে দেওয়া হয়েছে যোনিপথ বরাবর। অগুনতি লাশ ঝুলে থেকেছে গাছ থেকে,

#WestBengal
3. দোকানের চালের রড থেকে, ইলেকট্রিক টাওয়ার থেকে। মেয়ের পুড়ে কাঠ হওয়া লাশ পৌঁছেছে বাপ-মায়ের কাছে। ছেলের থ্যাঁতলানো দেহের সৎকার করেছেন বাবা নিজে দাঁড়িয়ে থেকে। একবার ডুকরে কাঁদতেও শোনা যায় নি সুশীল সমাজকে বা শাসককে।

#WestBengalElections2021 https://abs.twimg.com/hashflags... draggable="false" alt="">
4. এ হেন #WestBengal এ চারজন বদমায়েশ দুষ্কৃতীর মৃত্যুতে বুক চাপড়াচ্ছে— ওরা কারা? #Sitalkuchi
You can follow @DebjaniBhatta20.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: